আব্দুর রশিদ: দেলবর সরদার এতিমখানার উদ্যোগে আজীবন সদস্যদের ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদরের গোরবদারি দেলবর সরদার এতিমখানার মাঠে বৃহস্পতিবার বাদ জোহর থেকে অনুষ্ঠিত এ সম্মেলনে আলহাজ্ব এ্যাড এসএম হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন আলহাজ্ব আবুল কালাম বাবলা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমি অনেক প্রতিষ্ঠানের সাতে জড়িত। শত কাজের ভিতরেও আমি প্রথম আপনাদের এই অনুষ্ঠানে এসেছি। আমি চাই এতিমখানা, মসজিদ ও হাফেজি মাদ্রাসার সাহাযার্থে সকলকে এগিয়ে আসতে হবে। পরকালের চিন্তা করে এসব প্রতিষ্ঠানের প্রতি সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন।’
অনুষ্ঠানের সভাপতি ও দেলবর সরদার এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব এ্যাড এসএম হায়দার বলেন, ‘এই মাদ্রাসা আমাদের বাপ দাদাদের জায়গায়। আমি এই এতিমখানার সার্বিক সহযোগীতা করি। এবং যতদিন পারবো সহযোগীতা করে যাব। আমরা সবাই একদিন চলে যাব কিন্তু প্রতিষ্ঠান থাকবে। শত শত কোরআনের পাখি এখানে তৈরি হবে যা আমাদের নাজাতের পথ উন্মুক্ত করবে।’
১৪নং ফিংড়ি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, আমরা একদিন সবাই মারা যাব। কিন্তু এই এতিমখানায় ও হাফিজিয়া মাদ্রাসায় আমরা যেটা দান করে যাব সেটা আমাদের মা-বাবা যারা মৃত্যু বরণ করেছেন সদকায় জারিয়া হিসেবে তারা কবরে নাজাত পাবেন। সাথে সাথে এই প্রতিষ্ঠান যতদিন বেঁচে থাকবে এর ছোয়া পৌছাতে থাকবে। আমি এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে এককালীন ৫০ হাজার টাকা দানের ঘোষণা করলাম এবং আমি এই প্রতিষ্ঠানে মাঝে মাঝে আসবো। সরকারের যৎসামান্য সহযোগীতা আসলে অবশ্যই তা মাদ্রাসায় পৌছানোর ব্যবস্থা করবো। মাদ্রাসার স্বার্থে সব সময় আমাকে পাশে পাবেন।
১৪নং ফিংড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুর রহমান বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন এখানে অনেক অনুদান দিয়েছি আমি প্রায়ই এখানে আসতাম। আপনাদের পাশে ছিলাম। এখনো আমার সামথ্য অনুযায়ী সহযোগীতা করে আপনাদের পাশে থাকবো।
এতিমখানার সভাপতি মোঃ আনিছুর রহমান বলেন, আপনারা সবাই এই মাদ্রাসার আজীবন সদস্য হন। আমরা বদরের স্মৃতি ধারণ করে ৩১৩জন সদস্য গ্রহণ করবো। আপনারা একে অপরের সাথে আলোচনা করে অন্যকে উদ্বুদ্ধ করুন। যাতে এই এতিমখানার ৩১৩জন সদস্য পূরণ হয়। ফলে এতিমখানা ও হাফেজি মাদ্রাসার কার্যক্রম সুষ্ঠোভাবে চলতে পারে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, এতিমখানার সাধারণ সম্পাদক স্যঅমুয়েল ফেরদৌস, সহ-সভাপতি শাহাবুদ্দনি, যুগ্ম সম্পাদক ইলিয়াস কবীর, যোবায়ের সোহেল, হুমায়ুন কবীর, দাউদ হোসেন, ওমর ফারুক সানা, সিরাজুল ইসলাম, ডাঃ মোঃ মনিরুজ্জামান সহ অন্যান্যরা। অনুষ্ঠানের প্রধান আলোচক ও সঞ্চালনা করেন আলহাজ্ব মাওঃ মনিরুল ইসলাম বেলালী।