
সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়ায় পরাজিত প্রার্থী কর্তক নির্বাচিত ইউপি সদস্যকে নানাভাবে ষড়যন্ত্র এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্য মো. বদিয়ার রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন আমি দেয়াড়া ইউনিয়নের নির্বাচিত মেম্বর। দীর্ঘদিন এলাকায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু গত ইউপি নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. ওয়াজেদ আলী খান। নির্বাচনে পরাজিত হয়ে তিনি আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি চাঁদাবাজিসহ সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করে, পুলিশের ভীতি প্রদর্শন করে এলাকায় ত্রাসের রাজস্ব করে যাচ্ছে। কিছুদিন আগে টিক্কা খানের স্ত্রী রুপালির কাছে ৫০ হাজার টাকা চাঁদাবাজি করে। রুপালি এবিষয়টি আমাকে অবগত করলে আমি প্রতিবাদ করি। এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সম্প্রতি আদম ব্যবসায়ী হারুনের সাথে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে জুয়েল, রুবেল, ইকবাল গংয়ের সাথে গত ৯ সেপ্টেম্বর‘২০২৩ তারিখে দেয়াড়া বাজারে মারপিটের ঘটনা ঘটে। পরে লোক মুখে শুনে আমি বাজারে আসি। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওয়াজেদ আলী খান কৌশলে ওই মামলায় আমাকে জড়িয়ে দিয়েছেন। অথচ ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। তিনি আরো বলেন, আমি ঘটনাস্থলে না থেকেও ওয়াজেদের কুকর্মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার বোঝা মাথায় নিতে হলো। ইতোমধ্যে আমি জামিন লাভ করেছি। কিন্তু যেটার সাথে আমার ন্যুনতম সম্পৃকততা নেই তার দায় কেন আমাকে নিতে হবে। ওই চক্রান্তকারী ওয়াজেদের কারণে আমি দিশেহারা হয়ে পড়েছি। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চক্রান্তকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণসহ যাতে সুষ্ঠুভাবে ওয়ার্ডের কার্যক্রম পরিচালনা করতে পারি সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।