লিটন ঘোষ বাপি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেবহাটায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালিত হয়। অনুষ্ঠানে সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা দ্রুতি মন্ডল, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, জামায়াত নেতা ফয়জুল হোসেন, ছাত্র প্রতিনিধি তানভীর সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। পরে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সেবা সামগ্রী বিতরন করা হয়।
দেবহায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
পূর্ববর্তী পোস্ট