দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ১০০ বোতল ফেনসিডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দেবহাটা দরগাবাড়ি জামে মসজিদের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দেবহাটা গ্রামের সামাদ গাজীর ছেলে আশরাফুল ইসলাম (৩১) ও ধোপাডাঙ্গা গ্রামের আলম বারী গাজীর ছেলে আল আমিন (২৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং-০১, তাং-০১/১২/২০২৪ ইং ধারা-২০১৮ সালের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ রুজু করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলি জানান, ১০০ বোতল ফেনসিডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।