নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ১ বৃদ্ধ রোগী আত্মহত্যা করেছেন। নিহতের নাম মোহাম্মদ আলী (৭০)। সে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে। এ ঘটনায় হাসপাতালের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ বাদী হয়ে দেবহাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন এবং পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরায় মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করেছে। যার নং- ০৭, তাং- ০৭-০৫-২১ ইং। হাসপাতালের আরএমও ডাঃ বিপ্লব মন্ডল জানান, প্রস্রাবজনিত সমস্যার কারনে মোহাম্মদ আলী গত ইং ০৫-০৫-২১ তারিখ দুপুর ১ টা ২০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। হাসপাতালে পুরুষ বেড নং ১০ এ তিনি ভর্তি ছিলেন। তার স্বাভাবিক প্রস্রাব না হওয়ার কারনে ক্যাথিটারের মাধ্যমে প্রস্রাব করানো হচ্ছিলো। যাতে তার কষ্ট ও যন্ত্রনা হচ্ছিলো। তিনি হয়তো এই কষ্ট যন্ত্রনা সহ্য করতে না পেরে শুক্রবার ভোররাত সাড়ে ৪ টার দিকে হাসপাতালে তার ভর্তিকৃত বেডের পাশে জানালায় নিজের ব্যবহ্নত গেঞ্জির মাধ্যমে আত্মহত্যা করেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ জানান, নিহত মোহাম্মদ আলী বাধ্যর্কজনিত কারনে প্রস্রাবের সমস্যাজনিত রোগে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় যন্ত্রনা সহ্য না করতে পেরে তিনি হয়তো আত্মহত্যা করেছেন। এ বিষয়ে ডাঃ আব্দুল লতিফ বাদী হয়ে দেবহাটা থানায় একটি ইউডি মামলা করেছেন বলে জানান। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, হাসপাতালে একজন রোগী আত্মহত্যা করার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাদী হয়ে দেবহাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করেছে। রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।