দেবহাটা ব্যুরো: দেবহাটায় সীমান্ত এলাকায় শিশু ও নারী পাচার প্রতিরোধে দেবহাটা থানা পুলিশের সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশনায় ও নেতৃত্বে সোমবার সকাল ১০ টায় থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন। উপজেলার বসন্তপুর, ছুটিপুর, নাংলা, সুশীলগাতী, টাউনশ্রীপুরসহ বিভিন্ন এলাকায় দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই নয়ন চৌধুরী, এসআই নিখিল কুমার, পিএসআই সোলায়মান হোসেন, পিএসআই সাইফুল ইসলাম, এএসআই আব্দুল জব্বারসহ একদল চৌকস পুলিশ ফোর্স এই সাড়াশি অভিযানে অংশগ্রহন করেন। এসময় সীমান্ত এলাকার জনগনকে শিশু ও নারী পাচার প্রতিরোধে করনীয় ও সকলকে সতর্ক থাকার জন্য পুলিশের পক্ষ থেকে আহবান জানানো হয়। এছাড়া এধরনের কোন ঘটনা ঘটলে তাৎক্ষনিক অফিসার ইনচার্জ দেবহাটা থানাসহ সংশ্লিষ্ট পুলিশের বিট অফিসারগনকে অবহিত করতে অনুরোধ জানানো হয়।