
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সিভিএ ও প্রাসঙ্গিক আইন নীতিমালা ও মানদন্ড বিষয়ে সরকারি কর্মকর্তা, কমিউনিটি সদস্য ও অংশীদারদেও জন্য প্রাথমিক সভা অনুষ্ঠি হয়েছে। বৃহস্পতিবার (২২জনুয়ারী) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে দেবহাটা মডেল মসজিদওে হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুশীলনের সিডিও মিজানুর রহমান সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা সরকারি মডেল প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল, সুশীলনের সিডিও নিলাদ্রী বিশ্বাস, দেবহাটা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি উওম রায় সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

