
ইয়াছিন আলী, দেবহাটা: দেবহাটার সখিপুরস্থ সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ছিল অধ্যক্ষ রিয়াজুল ইসলামের কর্মদিবসের শেষ দিন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি শিক্ষার প্রসারে ও বিস্তারে অনেক অবদান রেখেছেন। এছাড়া তিনি একজন ক্রীড়া সংগঠক ও স্কাউটস লিডার ছিলেন।
রবিবার দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে স্বল্প পরিসরে তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ গর্ভনিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী অধ্যক্ষ রিয়াজুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে কলেজের শিক্ষকদের মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, আকবর আলী, মোল্লা সাবির হোসেন, আজহারুল ইসলাম, শেখ মিজানুর রহমান, মঈনুদ্দিন খাঁন, আবু তালেব, মনিরুজ্জামান মহসিন, স্বপন কুমার, জাহাঙ্গীর হোসেন ও আজিজুর রহমান, আব্দুল আজিজ, দৌলতুন্নেছা পারুল ও রিতা রানী প্রমুখ। এসময় বক্তারা বিদায়ী অধ্যক্ষের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।