স্টাফ রিপোর্টার, দেবহাটা :
আজ হে বিদায়ের ব্যাথিত মঞ্চে আমরা এসেছি যারা, সঞ্চিত ব্যথা আঁখির দুকোনে এনেছি অশ্রু ধারা। শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাও: শাহিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবং শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার সভাপতি সাংবাদিক মো: শহিদুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন, এ মাদ্রাসা বরাবর ভাল ফলাফল করে আসছে। আমরা তোমাদের কাছ থেকে আরো ভাল ফলাফল আশা করি। তোমরা আমাদেরকে ভাল ফলাফল উপহার দিলে মাদ্রাসার উন্নয়নে কাজ করার আগ্রহ আমাদের বাড়বে। শিক্ষা জীবন হেলায় কাটিয়ে দিলে তা আর ফিরে আসবে না। সরকার মাদ্রাসা শিক্ষাসহ ইসলামী শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠা লাভ করলে সকলের কাছে প্রিয় পাত্র হবে। বিশেষ করে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব থেকে বিরত থেকে পড়া লেখার প্রতি মনযোগী হতে হবে।
আরো বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) ভীষ্ম কুমার সরকার, সহকারী শিক্ষক (আরবী) মোছা: রোজিফা খাতুন, এবতেদায়ী মৌলভী মাও: আফতাবুজ্জামান, প্রমূখ।
উক্ত বিদায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র হাফেজ মো: মোস্তাফিজুর রহমান, দেশের গান পরিবেশন করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী মৌলভী (আরবী) মোছা: রোজিফা খাতুন, ইসলামী সংগীত পরিবেশন করেন দশম শ্রেণীর ছাত্র মো: দেলোয়ার হোসেন।
বিদায় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী মোছা: মরিয়াম আক্তার (মিরা), বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মো: ফাহিমুল ইসলাম (তামিম)।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাও: ফারুক হোসেন সহকারী মৌলভী (আরবী)। সমগ্র অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন রনজিত অধিকারী সহকারী শিক্ষক (শরীর চর্চা) ও মো: কামরুজ্জামান সহকারী শিক্ষক (বাংলা) , দোয়া ও মোনাজাত করেন মো: ইসমাইল হোসেন ইবতেদায়ী ক্বারী। মোট পরিক্ষার্থী সংখ্যা ২২ জন।