দেবহাটা ব্যুরো: দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার পত্নী রাশেদা আক্তার গাজী । রবিবার দুপুর ১ টার দিকে তিনি দেবহাটার নান্দনিক ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রুপসী ম্যানগ্রোভ পরিদর্শনে আসেন। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক পত্নী লাভলী কামাল তার সাথে ছিলেন। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে রুপসী ম্যানগ্রোভের রুপের বাহারের বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখান। তারা রুপসী ম্যানগ্রোভের ট্রেইল দিয়ে হেটে সীমান্ত নদী ইছামতির সৌন্দর্য উপভোগ করেন। পরে নৌকা ভ্রমন ও রুপসী ম্যানগ্রোভের উন্নয়ন কার্যক্রম অবলোকন করেন। তারা এমন নান্দনিক ও সৌন্দর্যমন্ডিত প্রাকৃতিক পরিবেশে মানুষের বিনোদনের ব্যবস্থা করায় প্রশাসনকে ধন্যবাদ জানান। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সহধর্মীনি, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা তথ্য মৌসুমি পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন।