
দেবহাটা ব্যুরো: মহান বিজয় দিবসে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টায় দেবহাটা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনির নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাবুর আলী, আব্দুর রাজ্জাক, ইউনুস আলী, জামসেদ আলম, আবুল কাশেম সহ অন্যান্যরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।