নিজস্ব প্রতিবেদক: দেবহাটা প্রেসক্লাব এবং উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী প্রধান মোঃ আহছান হাবীব।
মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রথমে তিনি দেবহাটা উপজেলার জগন্নাথপুরে অবস্থিত সরকারি পুকুর (কুল পুকুর) ও তৎসংলগ্ন জেলা পরিষদের মালিকানাধীন জমিতে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। পরে দুপুর দেড়টার দিকে দেবহাটা প্রেসক্লাব পরিদর্শন ও গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময়কালে প্রেসক্লাবের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে অর্থ বরাদ্দের বিষয়ে সাংবাদিকদের আশ্বস্ত করেন তিনি। মত বিনিময় শেষে দেবহাটা টাউনশ্রীপুরে জেলা পরিষদের মালিকানাধীন সরকারী পুকুর ও প্রচীর নির্মানের কাজ এবং ভাঁতশালায় জেলা পরিষদের বরাদ্দে নির্মানাধীন মসজিদের অজুখানার কাজ পরিদর্শন করেন। এসময় জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম খলিলুর রহমান ও সার্ভেয়ার আবুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।