নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা প্রেসক্লাবের সদস্য ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলের বাবা কানাই লাল মন্ডল (৮৮) পরলোক গমন করেছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বহুদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের স্বাক্ষরিত বিবৃতিতে শোক ও সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাবের সহ-সভাপতি রাজু আহমেদ ও আবু হুরাইরা, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, অর্থ সম্পাদক এসকে ওভি, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমএ মামুন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রুহুল আমিন সহ সাবেক সভাপতি আব্দুল ওহাব ও আব্দুর রব লিটু, সাবেক আহ্বায়ক আজিজুল হক আরিফ, সাবেক অর্থ সম্পাদক আরাফাত হোসেন লিটন, কবির হোসেন, সদস্য সুজন ঘোষ, আব্দুস সালাম, দিপঙ্কর বিশ্বাস, এসএম নাসির উদ্দীন, সজল ইসলাম, সহযোগী সদস্য আব্দুল আলিম মিঠু, ডা. মনিরুল ইসলাম, উত্তম কুমার ধাড়া।