দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের মাসিক সভা বৃহস্পাতবার বেলা ১২টায় ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বলের পরিচালনায় বক্তব্য দেন সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপী ও ফরহাদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক এসকে ওভি, ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এসএম নাসির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি আব্দুর রব লিটু, সাবেক সহ-সভাপতি রাজু আহমেদ, সদস্য সুজন ঘোষ, দিপঙ্কর বিশ্বাস প্রমুখ। এসময় সংগঠনের কর্মকান্ড গতিশীল করার লক্ষে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। পাশাপাশি ক্লাব চত্বরে নবান্ন উৎসব ও বার্ষিক আন্দন ভ্রমনের প্রস্তুতি নেওয়া হয়।