নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২টায় প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে উপস্থিাত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আজহার হোসেন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব। অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য সুমন পারভেজ বাবু, মিজানুর রহমান, দিপঙ্কর বিশ্বাস, সুমন কুমার ঘোষ সুজন, লিটন ঘোষ বাপি, রুহুল আমিন, আব্দুস সালাম, বায়জিত বোস্তামি উজ্বল, সজল রহমান, এসকে ওভি, সহযোগী সদস্য আব্দুল আলিম মিঠু, ডাঃ মনিরুজ্জামান মনি, উত্তম কুমারসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিাত ছিলেন।
এসময় ২০২১-২২ অর্থ বছরের কার্যকরী কমিটি বিলুপ্ত করে আজিজুল হক আরিফকে আহবায়ক, আব্দুল ওহাব ও আব্দুস সালামকে সদস্য করে আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে আগামী ১ মাসের মধ্যে গঠনতন্ত্রের আলোকে সুষ্ঠ ও নিরেপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষে সিদ্ধান্ত গ্রহন করার নির্দেন দেন উপদেষ্টামন্ডলী।