
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা প্রেসক্লাবের সংষ্কারকৃত কনফারেন্স রুম উদ্বোধন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর রবিবার বেলা সাড়ে ১২টায় ফিঁতা কেটে আনুষ্ঠানিক ভাবে উক্ত কনফারেন্স রুমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ও সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি প্রভাষক রাজু আহমেদ ও সাংবাদিক মিজানুর রহমান।
এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আসিফ মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেনসহ প্রেসক্লাবের কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রেসক্লাবের উন্নয়নে নানামুখী প্রকল্প বরাদ্দ ও বাস্তবায়নের পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে অপসাংবাদিকতাকে রুখে দিয়ে উপজেলার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি আহŸান জানান বক্তারা।