দেবহাটা ব্যুরো: মহান বিজয় দিবসে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টায় দেবহাটা কেন্দ্রীয় শহীদ মিনারে দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষের নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পন করেন। এসময় দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সভাপতি ময়নুদ্দীন, সাংগঠনিক সম্পাদক ও কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, সাইফুল ইসলাম, নওয়াব আলী, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন সিরাজ, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মহব্বত আলী, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ, মহিউদ্দীন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।