নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের দীন আলীর ছেলে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পারুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সাম্প্রতিক আদালতে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, ওয়ারেন্টভূক্ত এক আসামিকে পারুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।