
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা পরিষদ চত্বরে মডেল জামে মসজিদ নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুর্ববর্তী জামে মসজিদের স্থলে নতুন মডেল জামে মসজিদ নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।