দেবহাটা ব্যুরো: মহান বিজয় দিবসে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবহাটা উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টায় দেবহাটা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনির নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুািজবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম সহ অন্যান্যরা উপজেলা পরিষদের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।