
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ৫টি ইউনিয়নে কম্পিউটার ও কম্পিউটারের বিভিন্ন সামগ্রী এবং মাস্ক বিতরন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কম্পিউটার ও মাস্ক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়নের চেয়ারম্যানগনের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ইউনিয়ন পরিষদের জন্য কম্পিউটার (মনিটর, পিসি, প্রিন্টার, স্ক্যানার, ইউপিএস) এবং মাস্ক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমসহ ইউপি চেয়ারম্যানগন, সচিবগন ও উদ্যোক্তাগন।