লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা নফর বিশ্বাস দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচ ও ডাক্তার এসএম সাখাওয়াত হোসেন, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, সরকারি খান বাহাদুর আহছানুউল্লাহ কলেজের শিক্ষক আবু তালেব, হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রামপ্রসাদ ঘোষ, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়। এছাড়া যাতে কেউ কোন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট আছে বলে সকলকে অবহিত করা হয়।