
মীর খায়রুল আলম: দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। বুধবার (২৮ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে যান তিনি।
এসময় হাসপাতালের ভর্তি রোগিদের সাথে কথা বলেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। সেই সাথে টিকিট কাউন্টার, রান্নাঘর, খাবারের মান পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফগন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান জানান, সাধারণ মানুষের সেবার মান বাড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করা হয়। এসময় রুগি ও তাদের স্বজনদের সাথে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। সেই সাথে সরকারি সেবা যথাযথ হচ্ছে কি না, হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিচ্ছনতা সহ নানা বিষয়ে তদারকি করা হয়েছে। তিনি আরো বলেন, সরকারি হাসপাতালে সেবা নিতে এসে কেউ যেন সেবা না পেয়ে কিংবা স্বাস্থ্য সেবার মান নষ্ট হয় এমন কর্মকান্ড না করতে পারে সেবিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দেন। আন্তরিকতার সাথে চিকিৎসকদের সেবা প্রদান করার আহবান জানান। হাসপাতালে লোকবল বৃদ্ধিতে সংশ্লিষ্ট উদ্ধতনদের সাথে কথা বলবেন বলেও জানান ইউএনও।