
স্টাফ রিপোর্টার, দেবহাটা :
২০১৯ সালের ১ ডিসেম্বর জাকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ প্রফেসর ডা. আ.ফ.ম রুহুল হক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস.এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের উপস্থিতিতে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই টি সভাপতি/সাধারণ সম্পাদক পদে। এতে ১০১ ভোট পেয়ে আলহাজ¦ মুজিবর রহমান সভাপতি ও সাধারন সম্পাদক ১৪৫ ভোট পায়, মনিরুজ্জামান মনি দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক পুনঃনির্বাচিত হন।
প্রতিনিধি সম্মেলন পরবর্তী তিন বছরের নির্ধারিত সময়সীমা অতিবাহিতের পর অবশেষে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ২০২৩ সালে (১০ ফেব্রুয়ারি) শুক্রবার রাতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের দাখিলকৃত কমিটির তালিকায় যৌথ স্বাক্ষরের মধ্যদিয়ে ৭১ সদস্য বিশিষ্ট প‚র্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন। অনুমোদিত এ কমিটিতে নয়জন সহ-সভাপতি,পাঁচ জন যুগ্ম সম্পাদক, তিন জন সাংগঠনিক সম্পাদক ও ২৩ জন নেতাকে উপদেষ্টা মন্ডলীতে রাখা হয়েছে ।
শুক্রবার ১০ ই ফেব্রুয়ারী ২০২৩ তারিখ রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমকে বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করতে সকল দ্বিধা-বিভক্তি ও জটিলতার অবসান ঘটিয়ে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে চলমান দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেয়ার পাশাপাশি তৃনমূল পর্যায় থেকে দলকে আরও সুসংগঠিত করার জন্য নব নের্তৃত্বের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি বলেন, কয়েকমাস আগে নির্ধারিত তিন বছরের সময়সীমা শেষ হলেও নানা জটিলতা ও দ্বিধা-বিভক্তির কারনে দেবহাটা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করাতে পারেনি দলটি। এদিকে দেরীতে হলেও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়ায় অনুমোদিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।