দেবহাটা প্রতিনিধি: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বাহিনীর মহাপরিচালক নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এ বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়। দেবহাটার বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম আবু নওশাদ ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন। এসময় উপজেলা প্রশিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, সহকারী কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও ইউনিয়ন আনসার কমান্ডারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাহিনীর মহাপরিচালকের উদ্যোশ্য পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশব্যাপী চলবে এ বৃক্ষ রোপণ অভিযান। কর্মসূচীর আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি জীব বৈচিত্র্য রক্ষা পাবে।