
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালযের ৫ম শ্রেনীর প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষা (পিইসি) ২০১৯ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন আর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রব লিটু, যুগ্ম সাধারন সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য নির্মল কুমার মন্ডল, সখিপুর মহিলা ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সহ সভাপতি আলফাতুন্নেছা, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছান উল্লাহ কল্লোল, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদ হোসেন, বিদ্যলয়ের সহকারী শিক্ষক ইবরান আলী, আকতার রেজা বাবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^জিৎ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা গৌরচন্দ্র ঘোষ, ম্যানেজিং কমিটির সদস্য হালিমা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম (আলম), নুর ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিবাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিখ। অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরন করা হয়।