
দেবহাটা ব্যুরো: দেবহাটায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেন্সিডিলসহ মুছা করিম (২৮) ও শহিদুল ইসলাম (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মুছা করিম সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের মৃত রিয়াজউদ্দীন গাজীর ছেলে এবং শহিদুল ইসলাম দেবহাটার দক্ষিন কুলিয়া গ্রামের মৃত আহছান গাজীর ছেলে। বুধবার সকাল সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নির্দেশনায় এসআই প্রবীর কুমার, এএসআই রাশিদুল ইসলাম, এএসআই ইমামুল ইসলাম ও কনষ্টেবল জিয়াউর রহমান সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার কোমরপুর টু কুলিয়া সড়কের লুৎফর হাজীর হ্যাচারীর সামনে রাস্তার ওপর থেকে ফেন্সিডিল সহ তাদেরকে আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (মামলা নং- ০৪) দায়ের পরবর্তী তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।