
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে ২২০ বোতল ফেন্সিডিল সহ রাবেয়া বেগম (৫৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত নারী মাদক ব্যবসায়ী রাবেয়া বেগম শ্যামনগর উপজেলার বড় গাবুরা গ্রামের মৃত জিয়াদ আলীর স্ত্রী। তিনি দেবহাটা উপজেলার কুলিয়া খাসখামার গ্রামে নিজের মেয়ে আরিফা খাতুন (২৬) এর বাড়ীতে থাকতেন।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল জনাব মোঃ শেখ ইয়াছিন আলী স্যারের তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ৭জুলাই মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই হুমায়ুনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা খাসখামার গ্রামে তার মেয়ে আরিফা পারভীনের বসতবাড়ীতে অভিযান চালিয়ে ২২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে আটক করেন।
এ সংক্রান্তে দেবহাটা থানায় মাদক আইনে মামলা রুজু হয়। আসামীকে বিচারার্থে ইং-০৮/০৭/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।