দেবহাটা ব্যুরো: দেবহাটার পারুলিয়া এলাকায় ১ম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ এ ঘটনায় ধর্ষককে আটক করেছে । নির্যাতিত শিশুটির ভাই বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৮, তাং- ২০-০৬-২১ ইং।
পুলিশ জানায়, পারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেনীতে পড়ুয়া এক শিশুকে তার বাড়ির পাশর্^বর্তী নানা সর্ম্পকীয় মৃত পানাউল্লা মোড়লের ছেলে করিম মোড়ল (৬৫) শিশুটির মামা আব্দুর রহিম বক্সের নির্মানাধীন ঘরে ফুসলিয়ে নিয়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষন করে। শিশুটি এসময় রক্তাক্ত হলে চিৎকার করলে স্থানীয়রা এসে ধর্ষককে আটক করে পুলিশের সোপর্দ করে।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা শিশু ধর্ষনের ঘটনায় থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ধর্ষককে আটক করেছে এবং শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরায় প্রেরন করা হয়েছে।