
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় বে-সরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ালের পক্ষ থেকে হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ভেড়া বিতরন করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় আইডিয়াল এর বাস্তবায়নে পারুলিয়াস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইডিয়াল সংস্থার পরিচালক কৃষিবিদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভেড়া পালনের মাধ্যমে আপনাদের পরিবারের যেমন অর্থনৈতিক উন্নয়ন হবে তেমনি পরিবারের নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। বাড়বে সামাজিক মর্যাদা । সাথে সাথে পরিবারের পুষ্টি ও আমিষের চাহিদা মিটবে। এলাকায় ভেড়া পালনে অন্য মানুষেরাও উদ্বুদ্ধ হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সমন্বয়কারী (প্রোগ্রামস) এসএম মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা “ভেড়া পালনের মাধ্যমে হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের টেকসই উন্নয়ন” প্রকল্পের আওতায় ৩০ জন মহিলাকে বিনাম‚লে ২টি করে ভেড়া প্রদান করেন।