
দেবহাটা ব্যুরো: দেবহাটার পারুলিয়াস্থ স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের বার্ষিক বনভোজন ও প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উক্ত আনন্দঘন অনুষ্ঠানে ফেয়ার মিশন ও ফেয়ার কম্পিউটারের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন খেলাধুলা, র্যাফেল ড্র, নৌকা ভ্রমনসহ একটি স্বল্প পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, রাফসান গ্রুপের চেয়ারম্যান আবু হাসান, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি রশিদুল আলম রশিদ, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সাংবাদিক আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম। এসময় ফেয়ার মিশনের কর্মকর্তাদের মধ্যে মজনুর রহমান, মহিউদ্দীন আলী, রবিউল ইসলামসহ সকল কর্মকর্তাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনায় অতিথিবৃন্দ ফেয়ার মিশনের বিভিন্ন জনসচেতনতামূলক কার্য্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, এধরনের জনহিতকর কাজ ফেয়ার মিশন ২০০১ সাল থেকে করে আসছে। এই ব্যতিক্রমধর্মী কাজগুলো যুবকদেরকে সকল অন্যায় অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। নেতৃবৃন্দ আগামীতে আরো সচেতনতামূলক কাজ করার জন্য ফেয়ার মিশন কর্মকর্তাদের অনুরোধ জানান এবং সকল কাজে সকল ধরনের সহায়তা দেয়ার আশ^াস প্রদান করেন। পরে প্রীতিভোজে সকল অতিথিবৃন্দ অংশগ্রহন করেন।