
স্টাফ রিপোর্টার/নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৩ ও ওয়ারেন্টভুক্ত ১ আসামী আটক হয়েছে। আটককৃত সকল আসামীকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই (নিঃ) আশিক রায়হান, এএসআই সোহেল উদ্দিন ও পুলিশ সদস্য পারভেজের সহায়তায় দেবহাটা থানা এলাকা থেকে জিআর ৫২/১৮ (দেব:) (০৩ বছরের সাজাপ্রাপ্ত) আসামী ১। মুর্শিদ সরদার, পিতা- মৃত ফজর আলী সরদার, সাং-নারিকেলি, সিআর ২৮০/১০ এর (০২ বছরের সাজাপ্রাপ্ত) আসামি ২। শেখ বাহাউদ্দিন, পিতা- মৃত শেখ সৈয়দ, গ্রাম- হাদিপুর, ও সিআর ১১০০/১৪ এর (১ বছরের সাজাপ্রাপ্ত) আসামি ৩। আলমগীর হোসেন, পিতা-নুর ইসলাম, গ্রাম-দাদপুর, সর্বথানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা এবং এসআই (নিঃ)/ নূর মোহাম্মদ মোস্তফা সিআর ১০৯/২০(লাল) এর ওয়ান্টেভুক্ত আসামী ৪। আবদার, পিতা- কেরামত আলী, গ্রাম- চর গোবিন্দপুর, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। দেবহাটা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে এধরনের অভিযান অব্যহত থাকবে বলে ওসি বিপ্লব কুমার সাহা জানান।