
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার সখিপুর উদায়ণ সংর্ঘ ও মিতালী সংর্ঘের যৌথ ব্যবস্থাপনায় বিজয় দিবস উপলক্ষ্যে লক্ষ টাকা ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত। শনিবার বিকাল ৩টায় সখিপুর সরকারী খানবাহাদুর আহছানউল্ল্যাহ ফুটবল মাঠে ৮দলীয় ফুটবল টুর্ণামেন্টের এক দিকে অংশগ্রহন করে মাহমুদপুর স্পোটিং ক্লাব অপর দিকে জোর প্রতিদন্ধিতা করে গোপালগঞ্জ ফুটবল একাদশ। মাহামুদপুর স্পোটিং ক্লাব ১-০ গোলে গোপালগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হসেন। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ইকবাল হোসেন বাবু, সহকারী রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন দীলিপ মন্ডল, মোমিনুর হক । খেলার হাজার হাজার দর্শক প্রতিদন্ধিতাপূর্ণ খেলাটি উপভোগ করেন।