ওমর ফারুক মুকুল: সাতক্ষীরা জেলাব্যাপী ঘোষিত লকডাউনের প্রথম দিনে দেবহাটা উপজেলা প্রশাসন ছিলো কঠোর অবস্থানে। শনিবার দিনভর দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন। সাতক্ষীরায় গত কয়েকদিনে করোনা সংক্রমন মারাত্মক আকার ধারন করেছে। যার কারনে গত বৃহষ্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম মোস্তফা কামাল সাতক্ষীরা জেলাব্যাপী শনিবার (৫ জুন) থেকে আগামী শুক্রবার পর্যন্ত ৭ দিন কঠোর লকডাউন ঘোষনা করেন। যার কারনে শনিবার লকডাউনের প্রথম দিনে দেবহাটা উপজেলাব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার উপজেলা সদর, টাউনশ্রীপুর, পারুলিয়া, সখিপুর, কুলিয়া, গাজীরহাটসহ বিভিন্ন এলাকায় কঠোর নির্দেশনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলামসহ বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ ও সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও কঠোর নির্দেশনা বাস্তবায়নে সকলকে সতর্ক হওয়ার নির্দেশনা দেন এবং নিজের সুরক্ষার সাথে সাথে পরিবার ও দেশের মানুষকে বাঁচাতে সকলকে কাজ ছাড়া অযথা বাইরে না আসার আহবান জানান। এসময় ইউএনও বলেন, যে নির্দেশনা দেয়া আছে সেটা যথাযথভাবে সবাইকে পালন করতে হবে। মাস্ক ছাড়া কেউ বাড়ির বাইরে আসবেন না, অযথা দোকানে বসে আড্ডা দেয়া বা ঘোরাঘুরি করা যাবেনা। যদি কেউ বিনা প্রয়োজনে বাড়ির বাইরে আসেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া দেবহাটা থানা পুলিশ লকডাউন বাস্তবায়নে সকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে তদারকি ও সাধারন মানুষকে সচেতন করার জন্য তৎপর ছিল। দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ, ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ এসকল পুলিশ চেকপোষ্ট ও মানুষকে সচেতন করতে পুলিশের কার্যক্রম তদারকি করেন।