
স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে আসন্ন রমজানে টিসিবির পণ্য উপকারভোগীদের বিতরণ বা বিক্রয়ের জন্য প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ মার্চ, ২০২২ ইং তারিখ দুপুর ১২ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আসন্ন রমজান উপলক্ষ্যে ক্রয় ক্ষমতা কম ও অস্বচ্ছল প্রায় ১ কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে পন্য বিতরন বা বিক্রয়ের উদ্বোধন করবেন। সে হিসেবে দেবহাটা উপজেলার মোট ৫টি ইউনিয়নে ৩ হাজার ৭ শত ৪১ টি পরিবারকে কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিতরন বা বিক্রয় করা হবে। তার মধ্যে কুলিয়া ইউনিয়নে ১০১২ টি, পারুলিয়া ইউনিয়নে ৮১৮ টি, সখিপুর ইউনিয়নে ৫৮০ টি, নওয়াপাড়া ইউনিয়নে ৮৬২ টি ও দেবহাটা সদর ইউনিয়নে ৪৬৯ টি পরিবারকে এই পন্য বিক্রয় করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, প্রতি কেজি ডাল ৬৫টাকা ও প্রতি লিটার তেল ১১০ টাকা হিসেবে বিক্রয় করা হবে। উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই পন্য বিক্রয় করা হবে। প্রত্যেক কার্ডধারীকে নির্ধারিত সময়ের মধ্যে এই পন্য ক্রয় করার জন্য ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী আহবান জানান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, সাংবাদিক ওমর ফারুক মুকুল, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামসহ প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।