নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেবহাটায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান।
২৮ আগষ্ট শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্পসারণ অফিসার শওকত ওসমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনসহ দেবহাটায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
আগামী ২৮ আগষ্ট থেকে শুরু হওয়া সপ্তাহ ব্যাপী একর্মসূচিতে প্রথমদিন মাইকিং এবং ব্যানার ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচারণা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২য় দিন সকাল ৯টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৩য় দিন সকাল ১০টায় আটশতবিঘা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ৪র্থ দিন ৯টায় চেঁপুখালী সাইক্লোন শেল্টারে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় বিষয়ক পরামর্শ সেবা প্রদান এবং পুকুরের মাটি, পানি পরীক্ষা। ৫ম দিন সকল ৯টায় বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি, পানি এবং ১০টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৬ষ্ট দিন সকাল ১০টায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদে মাছ চাষি/সুফলভোগীদের মাঝে মৎস্যচাষের উপকরণ বিতরন। ৭ম দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল পর্যয়ের কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানানো হয়।