দেবহাটা ব্যুরো: দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আজিজের মালিকানাধীন মৎস্য ঘেরটি জোরপুর্বক দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন আব্দুর রশিদ (৫৬) ও আব্দুল কাদের (৪৫) নামের দুই প্রভাবশালী সহোদর। তাদের মধ্যে আব্দুর রশিদ এলাকার চিহ্নিত জামায়ত নেতা ও আব্দুল কাদের বিএনপি নেতা হিসেবে সুপরিচিত। তারা উপজেলার কামটা গ্রামের মৃত শাহাবুদ্দীন মোড়লের ছেলে। সম্প্রতি ঘেরে অতিমাত্রায় পানি উত্তোলন ও ঘেরের ভেড়ীবাধ ধ্বংসের পাশাপাশি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সহকারী অধ্যাপক আব্দুল আজিজকে হয়রানী সহ তার মৎস্য ঘেরটি দখলে নিতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ওই দুই প্রভাবশালী। সহকারী অধ্যাপক আব্দুল আজিজ জানান, ১৯৫৫ সালে তার মা মৃত গোলাপজান বিবি কামটা গ্রামের নেছারুন বিবি’র কাছ থেকে বালিকৃষ্ণপুর মৌজার এসএ ৫৭ খতিয়ানের সাবেক ৫৮২ ও হাল ৪৬৮ দাগের ৫৪ শতক জমি ক্রয় করেন। ক্রয় পরবর্তী সময় থেকে অদ্যবধি জমিটি ভোগদখল করে আসছেন তিনি। ইতোপুর্বে ওই জমিতে চাষাবাদ করা হলেও বিগত ৭/৮ বছর ধরে সেখানে মৎস্য ঘের করেন তিনি। তার মৎস্য ঘেরটির পাশেই রয়েছে প্রভাবশালী দুই সহোদর আব্দুর রশিদ ও আব্দুল কাদেরের মৎস্য ঘের। সাম্প্রতিক সময়ে তার ঘেরটির ওপর কুনজর পড়ে রশিদ-কাদেরের। একপর্যায়ে তারা ঘেরটি দখলে নিতে ষড়যন্ত্র ও হয়রানী করতে শুরু করে। তারা বিভিন্ন সময়ে ঘেরটির ভেড়ীবাধ ভেঙে দেয়া ও পাশের ঘেরে অতিমাত্রায় পানি তুলে ভেড়ীবাধটি ধ্বংস করে সীমাহীন হয়রানী করে চলেছে। এমনকি জোরপুর্বক ঘেরটি দখলে নিতে প্রতিনিয়ত প্রভাবশালীরা তাকে খুন-জখমের হুমকি দিচ্ছে বলেও জানান সহকারী অধ্যাপক আব্দুল আজিজ। এব্যাপারে পুলিশ সুপার সহ প্রশাসনের উদ্ধর্ত্তন কর্মকর্তাদের সহযোগীতাও চেয়েছেন তিনি।