
নিজস্ব প্রতিবেদক,দেবহাটা: দেবহাটায় শান্তি রাম দাশ নামের এক ঘের ব্যবসায়ীর মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার রামনগর মৌজার গোবিন্দপুর এলাকায় ঠাকুরের ঘের নামক বিলে অবস্থিত শান্তি রাম দাশের ওই মৎস্য ঘেরটিতে বৃহস্পতিবার দুপুরে পাশ্ববর্তী ঘের মালিক বিধান চন্দ্র দাশ বিষ প্রয়োগ করেন মর্মে উল্লেখ করে শুক্রবার তিনি দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্ত ঘের মালিক সদর উপজেলার গাভা গ্রামের মৃত সুধার চন্দ্র দাশের ছেলে শান্তি রাম দাশ জানান, দীর্ঘদিন ধরে তিনি দেবহাটা উপজেলার রামনগর মৌজার গোবিন্দপুরে ঠাকুরের ঘের নামক বিলে পাঁচ বিঘা জমিতে একটি মৎস্য ঘের করে আসছিলেন। ইতোপূর্বে ঘের সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পাশ্ববর্তী ঘের মালিক গাভা গ্রামের তারক চন্দ্র দাশের ছেলে বিধান চন্দ্র দাশের সাথে তার মতবিরোধ চলে আসছিল। ফলে শান্তি রামের ওপর ক্ষুদ্ধ ছিলেন বিধান দাশ। বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের ন্যায় নিজের মৎস্য ঘেরে গিয়ে আকর্ষিক বিভিন্ন প্রজাতির মাছের অস্বাভাবিক আচরণ করতে এবং ছটফট করে মারা যেতে দেখেন শান্তি রাম দাশ। এসময় তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন যে, তার প্রতিপক্ষ বিধান চন্দ্র দাশ স¤প্রতি তাদের বাজারের একটি কৃষি ঔষধের দোকান থেকে বেশ কিছু গ্যাস ট্যাবলেট ক্রয় করে গোপনে শান্তিরাম দাশের ঘেরে তা প্রয়োগ করেছেন। পরে শুক্রবার সকালে তিনি দেবহাটা থানায় প্রতিপক্ষ বিধান চন্দ্র দাশের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
শান্তিরামের ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগের ব্যাপারে অভিযুক্ত বিধান দাশ জানান, আমি শান্তি রামের ঘেরে গ্যাস ট্যাবলেট দিইনি। আমার ঘেরের মাছ লাফিয়ে অন্য ঘেরে চলে যাচ্ছিল বলে আমি আমার ঘেরে প্রয়োগের জন্য কিছু গ্যাস ট্যাবলেট কিনেছিলাম।