দেবহাটা ব্যুরো: দেবহাটায় মুজিব শতবর্ষে উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে ৫৩ হাজার জমি ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ হস্তান্তরের অনুষ্ঠানে দেবহাটা উপজেলায় ১৮টি পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে। দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে মুজিব শতবর্ষ উপলক্ষে সকাল ১০ টায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জুম ক্লাউডের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলায় মোট জমি ও গৃহহীন ১৮টি পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে।