
কাদের মহিউদ্দীন, দেবহাটা ব্যুরো: দেবহাটায় সরকারী ঘোষনা অনুযায়ী বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত যাচাই বাছাইয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার মধ্যে মোট ১০২ জন বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই বাছাই করা হবে উপজেলা প্রশাসন সূত্র মতে জানা গেছে। আজ রবিবারও এ যাচাই বাছাই কার্যক্রম চলবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।