দেবহাটা ব্যুরো: দেবহাটায় মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ স্মৃতিরক্ষা সংসদ গঠন করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় পারুলিয়া মুক্তিযোদ্ধা কার্যালয়ে আবুল কাসেম এর সভাপতিত্বে মুনসুর আহমেদ স্মৃতি রক্ষা সংসদের সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আশরাফ আলি, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, স.ম আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, হাজী রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। সভায় ২১ সদস্য বিশিষ্ট মুনসুর আহমেদ স্মৃতিরক্ষা সংসদ গঠন করা হয়। গঠিত আহবায়ক কমিটির সদস্যরা হলেন আহবায়ক মোঃ আব্দুল মাবুদ, যুগ্ম আহবায়ক সরদার আমজাদ হোসেন, আলহাজ্জ রফিকুল ইসলাম, সদস্য সচীব মোঃ জামসেদ আলম, সদস্য মোঃ আবুল কাশেম, মোসাররফ হোসেন, আব্দুল বারী মোল্ল্যা, মোঃ ইয়াছিন আলী, এ্যাড. স.ম গোলাম মোস্তফা, শেখ গোলাম হোসেন, এ্যাড. ইউনুচ আলী, এ্যাড. ওসমান গনি, বাবু সুভাষ চন্দ্র ঘোষ, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম (চেয়ারম্যান), গোলাম ফারুক বাবু, আবুল ফজল, রাজীব আহম্মেদ, সফিকুল ইসলাম সেজ খোকন, আব্দুর রউফ, আব্দুর কাদের ও আনিসুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা জামসেদ আলম।