
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: দেবহাটায় ২০২১-২২ অর্থবছরে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা করে মোট ১ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার টাকা সরকারি বরাদ্দে আবাসন প্রকল্পের মাধ্যমে বাসস্থাান পাচ্ছেন ১১ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার পরিবার। বর্তমান সরকার গৃহীত অন্যতম প্রশংসনীয় এ প্রকল্পটি বাস্তবায়নে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দেবহাটা উপজেলা প্রশাসন।
বুধবার (৩ নভেম্বর) বেলা ১২টায় ওই প্রকল্পের দাখিলকৃত দরপত্রের লটারী অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত মাসের প্রথমদিকে প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহী ঠিকাদারী প্রতিষ্ঠানের দরপত্র আহŸান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। যার প্রেক্ষিতে জেলা ও জেলার বাইরের ৮৭টি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেন। দরপত্র দাখিলকারীদের মধ্যে বিভিন্ন ত্রুটি জনিত কারতে তিনটি প্রতিষ্ঠানের দরপত্র বাতিল ঘোষনা করা হয় এবং বাকি প্রতিষ্ঠান গুলোর মধ্য থেকে ঠিকাদার নির্বাচনে লটারী সম্পন্ন হয়। লটারীতে তালার মেসার্স এসকে ব্রাদার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি প্রথম, মেসার্স আকবর কনষ্ট্রাকশন দ্বিতীয় এবং সাতক্ষীরার কাটিয়া এলাকার বিদ্যুত ট্রেডার্স তৃতীয় অবস্থাানে নির্বাচিত হন। এসময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সখিপুর দলিল লেখক সমিতির সভাপতি শেখ মারুফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিাত ছিলেন।
কুলিয়া গুরুগ্রামের বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার ঘোষ, উত্তর পারুলিয়ার এছাক আলী, মাঝ পারুলিয়ার খতিব তরফদার, গোপাখালির আব্দুর রশিদ সরদার, খলিশাখালির কাজল মিয়া, কামিনীবস‚র ছফেদ আলী, ঘলঘলিয়ার বাবর আলী, দাদপুরের নজরুল ইসলাম, দেবহাটার আকবার আলী, পারুলিয়া খাসপাড়ার আব্দুল হামিদ গাজী ও দেবহাটার জাহান আলী গাজীর পরিবার এ প্রকল্পের আওতায় প্রত্যেকে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা বরাদ্দে সরকারি আবাসন পাবেন বলে প্রকল্প বাস্তবায়ন অফিস স‚ত্রে জানা গেছে।