নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা উপজেলার সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে। ১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় সখিপুর ইউনিয়নে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সখিপুর বাজারে ভ্যানচালক, মহিন্দ্র চালক, ইজিবাইক চালক, দোকানদার ও জনসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রামপুলিশরা উপস্থিত ছিলেন। করোনাকালীন সময় কোন ব্যক্তি বাইরে যাবেন না। একান্ত জরুরী প্রয়োজন হলে স্বাস্থ্য সুরক্ষা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে জরুরি কাজ মিটিয়ে নেওয়ার আহবান জানান তারা।