
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে:
দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের নারকেলী জামে মসজিদে অনুদানের এক লাখ টাকার চেক দিলেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা।
৬ ফেব্রুয়ারি (রবিবার) বিকাল সাড়ে পাঁচটায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের পরামর্শে নারকেলী জামে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণের জন্য মসজিদ কর্তৃপক্ষের নিকট একলাখ টাকার অনুদানের চেক তুলে দেন আলফা।
আলফা বলেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের নেতৃত্বে আমি সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সরকারী বরাদ্দের পাশাপাশি নিজের ব্যাক্তিগত অর্থ দিয়ে আমার নির্বাচনী এলাকার উন্নয়ন ও মানবসেবা করে যাচ্ছি।