দেবহাটা ব্যুরো: দেবহাটায় দেশীয় মদ ও মোটর সাইকেলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে দেবহাটা থানা পুলিশ। আটককৃত আসামীসহ ৩ জনকে আসামী করে দেবহাটা থানার এসআই নুর মোহাম্মদ মোস্তফা বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ০৬, তাং- ১৫-০৬-২১ ইং। পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই নুর মোহাম্মদ মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কামটা এলাকা থেকে উপজেলার পুষ্পকাটি গ্রামের সবুর সরদারের ছেলে সাজু ইসলাম (১৯) কে ৩ লিটার দেশীয় মদসহ আটক করেন। এসময় তার কাছে থাকা একটি রেজিষ্ট্রেশনবিহীন কালো রংয়ের আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেল আটক করা হয়। তবে সাজুর সাথে থাকা অপর দুই আসামী যথাক্রমে পুষ্পকাটি গ্রামের হামিদ সরদারের ছেলে সজিব হোসেন (২০) ও একই গ্রামের আব্দুস সামাদের ছেলে রাজু হোসেন (২০) পালিয়ে যায় বলে পুলিশ জানায়। এসআই নুর মোহাম্মদ মোস্তফা গ্রেফতারকৃত আসামী সাজু ও তার পালিয়ে যাওয়া ২ সহযোগী সজিব ও রাজুকে আসামী করে দেবহাটা থানায় ১৫ জুন, ২১ তারিখে ০৬ নং মামলা দায়ের করেছেন। আটককৃত আসামী সাজুকে বার সকালে আদালতের মাধ্যমে মঙ্গলবার জেলহাজতে প্রেরন করা হয়েছে। ওসি বিপ্লব কুমার সাহা জানান, মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর আছে। মদ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যহত রেখেছে।
দেবহাটায় মদ ও মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
পূর্ববর্তী পোস্ট