দেবহাটা ব্যুরো: দেবহাটায় মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিহীন ও গৃহহীনদেরকে দেয়া ১৯টি ঘরের চাবি, দলিল ও নামপত্তন দাখিলা হস্তান্তর করেছেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল ভূমিহীন ও গৃহহীনদেরকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে মুজিববর্ষে গৃহের চাবি, দলিল ও নামপত্তন দাখিলা হস্তান্তর করেন। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমানসহ সকল জনপ্রতিনিধিবৃন্দ ও সরকারী কর্মকর্তাবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন উপজেলার ১৯টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে তাদের ঘরের চাবি, জমির দলিল ও নামপত্তন দাখিলা হস্তান্তর করেন।