
দেবহাটা ব্যুরো: দেবহাটায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলার পাচটি ইউনিয়নের ১২১ টি কেন্দ্রে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকালে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ। এসময় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ বিপ্লব কুমার মন্ডল, ইপিআই পরিদর্শক সালাহউদ্দীন, ডাঃ আবু হাসান, ডাঃ অমরেশ হালদার, স্বাস্থ্য পরিদর্শক আজিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী চলমান ক্যাম্পেইনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের চিকিৎসকদের পাশাপাশি ২৪২ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহন করেন। ৬ থেকে ১১ মাস বয়সের ১৮৮১ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১৩৯৬২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে এবারের ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।