
দেবহাটা ব্যুরো: দেবহাটায় নির্মানাধীন ব্রীজের নির্মানকাজ পরিদর্শন করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীন। বুধবার সকাল ৯ টায় কুলিয়া ইউনিয়নের টিকেট খালের ওপর নির্মানাধীন ব্রীজটির নির্মান কাজ পরিদর্শন ও বেজ ঢালাইয়ের উদ্বোধন করেন তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সংশ্লিষ্ট ঠিকাদার মোকলেছুর রহমান মুকুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কুলিয়ার বিস্তৃর্ন কয়েকটি এলাকার জনদুর্ভোগ লাঘবের জন্য টিকেট সহ কয়েকটি স্থানে খাালের ওপর ব্রীজ নির্মানের উদ্যোগ নিয়েছে সরকার।