দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে তিন সন্তানের জননী খাদিজা খাতুন (৩৫) মৃত্যুবরন করেছেন। নিহত খাদিজা উপজেলার মোহাম্মাদালীপুর গ্রামের ফজর আলীর স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খাদিজা তার বসত ঘরের ভিতরে সুইচ বোর্ডে ফ্যানের জ্যাক লাগাতে যেয়ে ছকেটের ভিতরে আঙ্গুল চলে গেলে এই দূর্ঘটনা ঘটে। পরে ঘরের ভিতরে থাকা তার স্বামী ও পরিবারের লোকজন তাকে দ্রুত সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার দুই পুত্র ও এক কন্যা সন্তান আছে। তবে তার এ অকাল মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বৈদ্যুতিক শর্ট সার্কিটে খাদিজা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।