মোমিনুর রহমান,দেবহাটা: দেবহাটায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আগে-পরে বক্তৃতা দেয়াকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের আলোচনা সভা বয়কট করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তৃতা দেয়াকে কেন্দ্র করে ক্ষুদ্ধ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করেন। আলোচনা সভাটিতে সাতক্ষীরা ৩ আসনের সাংসদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও, তিনি অনুষ্ঠানটিতে উপস্থিত না থাকায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। আলোচনা সভার শুরুতে জেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেনের পর দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাবের বক্তব্য শেষ হওয়া মাত্রই বক্তব্য রাখার জন্য দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির নাম ঘোষনা করা হলে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর আগে উপজেলার অন্যান্য অনুষ্ঠান গুলোতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যানের পরই বক্তব্য রাখতেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক। কিন্তু ফলদ বৃক্ষ মেলার অনুষ্ঠানে বক্তৃতা রাখার ক্ষেত্রে প্রথম বার উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যানের আগেই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তৃতা দেয়ার জন্য নাম ঘোষনা করায় মুল্যায়ন নিয়ে ক্ষুদ্ধ হন দলীয় নেতৃবৃন্দ। এক পর্যায়ে উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করেন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সহ-সভাপতি নাজমুস শাহাদাত, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি সহ দলীয় নেতৃবৃন্দ। দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, ইতোপুর্বে প্রধান অতিথির বক্তব্যের একটু আগেই বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদককে বক্তব্য দিতে দেয়া হতো। কিন্তু মঙ্গলবার ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যানের আগেই তাদেরকে বক্তৃতা দিতে বলে অবমুল্যায়ন করা হয়েছে। যার ফলশ্রুতিতে তিনি সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং দলীয় অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করেছেন। এ ব্যাপারে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, সরকারী প্রটোকল ও পদমর্যাদা অনুযায়ী দলীয় নেতৃবৃন্দের পরে উপজেলা ভাইস চেয়ারম্যানদের বক্তৃতা দেয়ার নিয়ম থাকায় সেভাবেই সভা পরিচালনার সিদ্ধান্ত নেয়া হলে ক্ষুদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ অনুষ্ঠান বয়কট করেন।